হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সদর উপজেলায় উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫। বুধবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সদর-এর আয়োজনে পৌর বাড্ নার্সিং স্কুল প্রাঙ্গণে এ বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল্লাহ্-আল-ফারুক।

উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দ বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন এবং পরবর্তীতে প্রাণিসম্পদ মেলা পরিদর্শন করেন। আলোচনা সভায় বক্তৃতাকালে অতিথিবৃন্দ বলেন, জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের মূল উদ্দেশ্য হলো খামারিদের মাঝে সেবা পৌঁছে দেওয়া, নতুন উদ্ভাবন তুলে ধরা এবং প্রদর্শনীর মাধ্যমে জনগণকে প্রাণিসম্পদের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন করা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ লিয়াকত আকবর এবং সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব হোমায়রা ইসলাম।
সার্বিক আয়োজনটি প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত