নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী রামপুরে সুফ্ফা মডেল ও গার্লস মাদ্রাসার উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
দারুল উলূম আল-ইসলামিয়া বামনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা ফিরোজ আলমের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চৌমুহনী দারুস সালাম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইলিয়াস আরিফ, বামনী আছিরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিন, প্রধান শিক্ষক ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম শরীফ ভূঞা, কোম্পানীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা এমদাদ উল্লাহ, বাংলাদেশ শিশু একাডেমি মসজিদের খতিব মাওলানা আতিক উল্যাহ, বসুরহাট তাদরীসুল উম্মাহ ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু নাছের ফয়সাল, দক্ষিণ রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা জয়নুল আবেদীন ও অভিভাবক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে হিফজ সম্পন্ন করা দশজন শিক্ষার্থীকে ক্রেস্ট, পাগড়ি ও পাঞ্জাবি প্রদান করা হয়। পাশাপাশি হাফেজা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বোরকা তুলে দেওয়া হয়। পরে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও সম্মাননা বিতরণ করেন অতিথিরা।
বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর সন্তানদের আগ্রহ বাড়াতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন শিক্ষা ও সুন্দরের পথে চলার জন্য শিক্ষার্থীদের নিয়মিত পাঠচর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

