কোম্পানিগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান শামীম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌতম চন্দ্র দত্ত।

এ সময় বক্তারা প্রাণিসম্পদের উন্নয়ন, খামারিদের স্বাবলম্বী করা, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারি, প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নেন। পরবর্তীতে শ্রেষ্ঠ খামারি ও প্রদর্শকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ ধরনের প্রদর্শনী ও অনুষ্ঠান খামারিদের উৎসাহিত করে এবং প্রাণিসম্পদ খাতকে আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত