উদ্ধার ৫টি চোরাই বাইক
কবিরহাট প্রতিনিধিঃ
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কবিরহাটে পৃথক অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে বিএনপির এক সাবেক নেতার দুই ভাইও রয়েছে। অভিযানে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। এর আগে সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
জাকের হোসেন সোহাগ (৩২)
মোশারফ হোসেন (২৮) — তারা দু’জনই বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবরের ছোট ভাই
মেহেরাজ হোসেন (২০)
নূর উদ্দিন ওরফে সাগর (১৯)
অভিযানের বিবরণ:
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চর আলগী বাজারের পশ্চিমে ভুলু ডুবাই আলার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
পরদিন মঙ্গলবার দুপুরে আরও একটি অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ মোশারফকে গ্রেপ্তার করা হয়।
একইদিন বিকেলে পুনরায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাকের হোসেন সোহাগকে।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে বাবরের ভাইয়েরা আন্তঃজেলা চোরচক্রের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
ওসি শাহীন মিয়া জানান, দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উদ্ধার করা পাঁচটি মোটরসাইকেল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
পুলিশের চলমান এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত