ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা প্রাণীসম্পদ উদ্যোক্তাদের নিয়ে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখলেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম

শাহাদাত হোসেন-
নভেম্বর ২৬, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

প্রাণীসম্পদ খাতকে গতিশীল ও প্রযুক্তিনির্ভর শিল্পে রূপান্তরে উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।

আজ সকালে(২৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় প্রাণীসম্পদ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় এ বক্তব্য রাখেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রুবাইয়া বিনতে কাশেম বলেন,যত বেশি দক্ষ উদ্যোক্তা তৈরি হবে, তত দ্রুত দেশের অর্থনৈতিক ভিত্তি আরও শক্তিশালী হবে। প্রাণীসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তার জন্য নয়; এটি তরুণদের কর্মসংস্থান, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে অগ্রণী ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন,উদ্যোক্তা হওয়ার মানে শুধু ব্যবসা নয়—সমস্যা চিহ্নিত করা, সমাধান বের করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন এনে দেওয়া। আপনারা যদি সঠিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও পরিকল্পনাকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের উদ্যোগই হবে দেশের উন্নয়নের পরবর্তী বড় শক্তি।

রুবাইয়া বিনতে কাশেম সরকারি বিভিন্ন সহায়তা, প্রশিক্ষণ সুযোগ, ঋণ সুবিধা এবং মাঠপর্যায়ে সেবা আরও দ্রুত ও সহজ করার প্রতিশ্রুতি দেন। তিনি উদ্যোক্তাদের অনিয়ম, ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদন থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং সৎ ও মানসম্মত উৎপাদনের মাধ্যমে বাজারে আস্থা অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রাণীসম্পদ কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের সফল খামারি, নতুন উদ্যোক্তা ও নারী খামারিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন খামারিদের পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় উপস্থিত উদ্যোক্তারা রুবাইয়া বিনতে কাশেমের বক্তব্যকে অনুপ্রেরণাদায়ক ও ভবিষ্যৎমুখী হিসেবে উল্লেখ করে জানান, এ ধরনের দিকনির্দেশনা মাঠপর্যায়ে কাজ করতে তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: