ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে শিশু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

হিমেল আহাম্মেদ
নভেম্বর ২৫, ২০২৫ ৪:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-
নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৬ বছরের শিশু মিজানুর রহমান আশরাফুল হত্যার মামলায় তার মায়ের পূর্বের স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মুহাম্মদ মোরশেদ ইমতিয়াজ এ রায় ঘোষণা করেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন (৪০) ও তার সহযোগী আবদুল্লাহ হাসান আল মামুন (৩৪)-এর প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২ এপ্রিল পারিবারিক কলহের জেরে আলাউদ্দিন চকলেট দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নেয় এবং পাশের আবদুল হাকিমের ধানক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ পুতে রাখে। তিন দিন পর ধানক্ষেতে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে শিশুর বাবা আবুল কাশেম গিয়ে লাশ শনাক্ত করেন। পরদিন তিনি সেনবাগ থানায় চারজনকে সন্দেহভাজন করে মামলা করেন।

তদন্তে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ও মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দুই আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মীর হোসেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: