অনিয়মের কারণে কার্যক্রম বন্ধের নির্দেশ ভ্রাম্যমাণ আদালতের
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুটি অবৈধ ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা ও কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফাতেমা ব্রিক ফিল্ডের পরিচালনার বৈধ লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং অনুমোদিত এলাকার বাইরে স্থাপিত হওয়ায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন’ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অনিয়মে পরিচালিত ভাই-ভাই ব্রিকফিল্ডকে একই আইনে ২ লাখ টাকা জরিমানা এবং উভয় ইটভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন—সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম, পরিবেশ অধিদফতর নোয়াখালীর সহকারী পরিচালক নুর ইসলাম এবং সহযোগিতায় ছিলেন সেনবাগ থানা পুলিশের সদস্যরা।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত