কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের জামায়াত ইসলাম মনোনিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আরিফুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত কাল সোমবার, ২৪ নভেম্বর
উপজেলা নির্বাচন অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অধ্যক্ষ বেলায়েত হোসেনের সঙ্গে উপস্থিত ছিলেন—
বসুরহাট পৌরসভা জামাতের আমির মোশারফ হোসেন, সেক্রেটারি এবিএম হেলাল উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বসুরহাট পৌরসভা সভাপতি আবু ইউসুফ ইয়াকুব, বসুরহাট পৌরসভা যুব বিভাগের সভাপতি ইয়াকুব হোসেন, বসুরহাট পৌরসভা ৮ নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি সাইফুল ইসলামসহ উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত নিয়মনীতি, ভোটার তালিকা হালনাগাদ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, “নির্বাচনী পরিবেশ স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখা সকলের দায়িত্ব।”
অন্যদিকে উপজেলা নির্বাচন অফিসার আরিফুর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি চলছে।
সাক্ষাৎ শেষে উভয়েই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত