ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনে মওদুদ আহমদের ঘনিষ্ঠ কর্মী মোহাম্মদ ফখরুল ইসলামের হাতে ধানের শীষ

শাহাদাত হোসেন-
নভেম্বর ২৪, ২০২৫ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:

নোয়াখালী-৫ আসনে অবশেষে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ঘনিষ্ঠ কর্মী মোহাম্মদ ফখরুল ইসলামকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি।

দীর্ঘদিনের জল্পনা–কল্পনা, অভ্যন্তরীণ চাপ,গোপন লবিং ও ষড়যন্ত্রের পথ পাড়ি দিয়ে ফখরুল ইসলাম এখন দলের প্রত্যাশিত “কাণ্ডারি” হিসেবে সামনে আসছেন। মনোনয়ন বঞ্চিতদের একাংশের অসন্তোষ ও অপপ্রচারের চেষ্টা সত্ত্বেও তিনি মাঠে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছেন।

গত কয়েক মাস ধরে নোয়াখালী-৫ আসনকে কেন্দ্র করে বিএনপির ভেতর নানা ধরনের আলোচনা, জল্পনা, এমনকি বিভ্রান্তিও ছড়িয়ে পড়েছিল। কে ধানের শীষ পাবেন?মওদুদ আহমদের রাজনৈতিক উত্তরসূরী কে?স্থানীয় নেতৃত্ব কাকে চায়?শেষ পর্যন্ত এসব প্রশ্নের উত্তর অবসান ঘটিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে মোহাম্মদ ফখরুল ইসলামকে,যাকে মওদুদ ঘরানার গুরুত্বপূর্ণ কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে চেনেন স্থানীয়রা।

নেতাকর্মীরা বলছেন, তার মনোনয়ন পাওয়া প্রকৃত অর্থে “মওদুদ স্কুল অফ পলিটিক্স”এর ধারাবাহিকতা।

প্রয়াত মওদুদ আহমদের রাজনৈতিক দল ও সক্রিয় কর্মীদের মধ্যে ফখরুল ইসলাম ছিলেন নির্ভরযোগ্য, পরিশ্রমী এবং সংগঠক এসব গুণ তাঁকে “উত্তরসূরী প্রার্থীদের প্রথম সারিতে” এনে দাঁড় করিয়েছে।

বিএনপি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতে, নোয়াখালী-৫ এ মওদুদের রাজনৈতিক ছায়া এখন ফখরুল ইসলামের ওপর স্পষ্টভাবে পড়েছে।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সূত্র বলছে, মাঠপর্যায়ের জরিপ,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সুপারিশ,এবং স্থানীয় ভোটারদের পছন্দ এসব বিবেচনা করেই ফখরুলকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের বড় একটি অংশ স্বস্তি পেয়েছে।ফখরুলের পক্ষে ইউনিয়ন থেকে মিছিল, সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন ঢেউ দেখা যাচ্ছে।

মনোনয়ন ঘোষণার পরপরই একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতার মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। তারা শুরু করেছে, ফেসবুকে নেগেটিভ ক্যাম্পেইন,সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট,স্থানীয়ভাবে ছোটখাটো প্রতিরোধমূলক কর্মকাণ্ড,শীর্ষ নেতাদের কাছে “বদলি মনোনয়ন” চাওয়ার লবিং করে, মনোনয়ন বঞ্চিতদের দুই–একজন এমনকি ফখরুল ইসলামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েছেন।

নোয়াখালী-৫ আসনে প্রয়াত মওদুদ আহমদের উত্তরসূরী দল হিসেবে মোহাম্মদ ফখরুল ইসলামের উত্থান শুধু একটি মনোনয়ন নয় এটি আসলে বিএনপির সংগঠনিক ঐক্যের প্রতীক।সব ষড়যন্ত্র পরাজিত করে, সব জল্পনা–কল্পনার সমাপ্তি ঘটিয়ে তিনি এখন বিএনপির নির্বাচনী “কাণ্ডারি” হতে চলেছেন।

নেতাকর্মীদের ভাষ্য দলীয় সিদ্ধান্ত কার্যকর করতে এবং বিজয়ের পথে এগিয়ে যেতে ফখরুলই এখন নোয়াখালী-৫ আসনে নতুন ভরসার নাম।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: