নিজস্ব প্রতিবেদক | নোয়াখালীর খবর
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার আফাজিয়া বাজারে এ বিক্ষোভে অংশ নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
পথসভায় জনগণের মনোভাব বিবেচনার আহ্বান জানিয়ে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান হাতিয়া দ্বীপের সাড়ে সাত লাখ মানুষের অভিমতকে গুরুত্ব দেবেন এবং এ আসনে ধানের শীষের মনোনয়ন পরিবর্তন করে দ্বীপের যোগ্য একজন মানুষকে মনোনয়ন দেবেন। যাকে সবাই মেনে নিয়ে বিপুল ভোটে বিজয়ী করে এ আসন উপহার দিতে পারবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরেফিন আলী। সভায় হাতিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় নেতাকর্মীরা প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবকে নোয়াখালী-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবি জানান।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত