ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদ, সম্পাদক মুদ্দাচ্ছির নির্বাচিত,

হিমেল আহাম্মেদ
নভেম্বর ২৪, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-
নোয়াখালী :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ২০২৫ সালের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমার দেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমার সংবাদ–এর প্রতিনিধি মুদ্দাচ্ছির আহমদ।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল সাড়ে ৫টায় প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. শিবলুর রহমান ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহানাজ আক্তার এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল বারেক।

নির্বাচিত অন্যান্যরা হলেন:

সহসভাপতি: জেরিন ফেরদৌস (আওয়ার নিউজ বিডি)

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আবদুল্লাহ আল নাইম (বিডি২৪লাইভ)

দপ্তর সম্পাদক: নিয়াজ উদ্দিন (যুগান্তর)

পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক: রহমত উল্যাহ আরিফ (কালবেলা)

কোষাধ্যক্ষ: আব্দুল্লাহ আল তৌহিদ (এশিয়ান টিভি)

প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোস্তাকিম সাদিক (দৈনিক ইনকিলাব)

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—মো. শফিউল্লাহ (রাইজিং বিডি), তৌফিক আল মাহমুদ (সময়ের কণ্ঠস্বর) এবং মিরাজ মাহমুদ (পাবলিকিয়ান টুডে)।

নির্বাচিত সাধারণ সম্পাদক মুদ্দাচ্ছির আহমদ বলেন, “সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য।”

নবনির্বাচিত সভাপতি নাহিদুল ইসলাম বলেন, “নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। এই আস্থা ধরে রাখতে আমরা ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে কাজ করে যাব।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: