কবিরহাট উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা মেসের বাথরুম থেকে মো. অহিদুর রহমান নামে এক এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে থানার সহকর্মী পুলিশ সদস্যরা তাঁর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দরজা ভেঙে উদ্ধার করেন। নিহত অহিদুরের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসুদেবপুর এলাকায়। তাঁর বাবার নাম মো. শহিদুল্লাহ।
সহকর্মীরা জানান, শনিবার রাতেও ডিউটি করেছিলেন এএসআই অহিদুর রহমান। সকাল ডিউটি শেষে গোসল করতে বাথরুমে যান তিনি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় সহকর্মীরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়—গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছেন অহিদুর রহমান। দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন—তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় থানায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত