শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:-
দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে দীর্ঘ দিন ধরেই উঠেছে বিভিন্ন ধরনের অনিয়ম ও আর্থিক দুর্নীতির গুঁড়োর অভিযোগে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে।
সোমবার(২৪ নভেম্বর)অভিযানে দুদক রিপোর্ট করেছে যে, কোম্পানীগঞ্জ উপজেলার কিছু কৃষি কর্মকর্তা ও স্টাফরা কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম করেছেন, বিশেষ করে হারভেস্টার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম কেনায় স্বাভাবিক কার্যপ্রণালী লঙ্ঘন করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে যে কৃষি ঋণ ও কৃষি ভর্তুকি হিসেবে দেয়া অর্থ কিছু চক্রের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে।
“রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্প” নামের কিছু স্থানীয় কৃষি প্রকল্পেও অনিয়ম রয়েছে বলে দুদক উল্লেখ করেছে।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান এবং একজন ইন্সপেক্টর মো. ইদ্রিস।
তদন্তকারী দল বিভিন্ন অফিস কাগজপত্র পর্যালোচনা করেছে এবং প্রাথমিকভাবে অভিযোগগুলোর মধ্যে “তথ্য-উপাত্তে সত্যতা” ধরা পড়েছে বলে জানিয়েছেন।
দুদক গণমাধ্যমকে জানিয়েছে, এই প্রাথমিক তথ্য প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং তাদের নির্দেশমতো পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে কোম্পানীগঞ্জের কৃষি কর্মসূচি ও কৃষক-ভর্তুকি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষতি হতে পারে।
এলাকাবাসী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বেড়েছে, বিশেষ করে যারা কৃষি ভর্তুকি বা যন্ত্রপাতি প্রণোদনার ওপর নির্ভর করে।
এই ধরনের অভিযান স্থানীয় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্বকে পুনরায় আলোচ্য বিষয় করে তুলেছে।
দুদকের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে বলেছেন,প্রাথমিক তথ্য-উপাত্তে যেসব অনিয়ম ধরা পড়েছে, সেগুলো প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং কারও বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত