সেনবাগ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে উত্তর সাহাপুর সেনবাগ কলেজ রোডের বাচ্চু মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম—
মোঃ পারভেজ সুজন (২৪)
অভিযানে পুলিশ তার কাছ থেকে
৫০ পিস ইয়াবা ট্যাবলেট,
ইয়াবা বিক্রির নগদ ৫,৭২০ টাকা,
১টি মোবাইল ফোন
জব্দ করে।

পুলিশ জানায়, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
সেনবাগ থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত