নোয়াখালী প্রতিনিধি | নোয়াখালীর খবর
নোয়াখালীর সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, “নোয়াখালীর উন্নয়নে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকা অপরিহার্য। সকলের সহযোগিতা থাকলে জেলার উন্নয়নমূলক কার্যক্রম সহজেই এগিয়ে যাবে।”
গত বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথম মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ডিসি শফিকুল ইসলাম বলেন, সরকারি কর্মচারীদের প্রশাসনিক কাজ বাস্তবায়ন, জনপ্রতিনিধিদের নেতৃত্ব এবং সাংবাদিকদের জনগণের কথা তুলে ধরার পাশাপাশি, সাধারণ নাগরিকদেরও নিজ নিজ দায়িত্ব রয়েছে। তিনি জানান, নোয়াখালীর উন্নয়নে একযোগে কাজ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।
সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা জেলার উন্নয়ন, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, ব্যবসায়ী প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী।
এসময় আরও উপস্থিত ছিলেন—
নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা প্রমুখ।
সভায় বক্তারা নোয়াখালীর সার্বিক উন্নয়ন, দীর্ঘদিনের সমস্যা ও সমাধান নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
নবনিযুক্ত ডিসি সকলের সহযোগিতা কামনা করে নোয়াখালীর উন্নয়নযাত্রাকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

