নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালীর খবর-
বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের প্রয়াত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের স্মরণে, প্রবীণদের সংবর্ধনা এবং নবীনদের বরণে এক স্মরণীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আমরা বিএনপি পরিবার আয়োজিত এ সমাবেশে প্রবীণ বিএনপি নেতা শামসুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলমগীর কবির চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন—
সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শেখ মহিউদ্দিন আহমেদ, নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম এবং নোয়াখালী সরকারি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান গেদু।
বক্তারা বলেন, দলের কঠিন সময়ে যারা ত্যাগ ও অবদান রেখে গেছেন, তাদের স্মরণ করা শুধু দায়িত্ব নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। তারা আরও উল্লেখ করেন, নোয়ান্নই ইউনিয়নের নেতাকর্মীরা দলের দুঃসময়ে সংগঠনকে ধরে রাখতে যে ভূমিকা রেখেছেন, তা বিএনপির ইতিহাসে অনন্য দৃষ্টান্ত।
বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রবীণদের অভিজ্ঞতা এবং নবীনদের উদ্যমকে একত্রিত করে সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, আগামী নির্বাচনে আমরা বিএনপি পরিবারের সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করে মো. শাহজাহানকে সংসদে পাঠাবো এবং নোয়াখালী জেলা হেডকোয়ার্টারে মন্ত্রীত্ব চিনিয়ে আনব।
সমাবেশ শেষে নোয়ান্নই ইউনিয়ন বিএনপির প্রয়াত ১০৯ জন নেতাকর্মীর পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয় এবং দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত