ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনে মনোনয়ন বঞ্চিত আবেদের বিরুদ্ধে দলীয় বিভক্তি সৃষ্টির অভিযোগ

শাহাদাত হোসেন-
নভেম্বর ২২, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-​৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট ও সদরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া নেতা আবেদের বিরুদ্ধে দলের ভেতরে বিভক্তি ও বিভাজন সৃষ্টির অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা। তাঁদের দাবি,মনোনয়ন বঞ্চনার ক্ষোভ থেকে আবেদ সমর্থকদের উসকে দিয়ে সংগঠনের মধ্যে অস্থিরতা তৈরি করছেন, যা দলীয় ঐক্যের জন্য হুমকি হয়ে উঠছে।

জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা অভিযোগ করে বলেন,মনোনয়ন না পেলে ক্ষোভ থাকা স্বাভাবিক। কিন্তু সেই ক্ষোভকে পুঁজি করে যদি কেউ সংগঠনের ভিত নড়বড়ে করতে চায়, তাহলে তা গ্রহণযোগ্য নয়। আবেদ ইচ্ছাকৃতভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভাজন তৈরিতে ভূমিকা রাখছেন।

আরেকজন সিনিয়র নেতা বলেন,এমন সময় যখন দল মাঠে চাপে রয়েছে, তখন অভ্যন্তরীণ বিভক্তি তৈরি করলে লাভবান হবে কেবল প্রতিপক্ষ। আবেদকে এসব অপপ্রচারের দায় নিতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দের দাবি, আবেদের ঘনিষ্ঠ কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে এবং স্থানীয় রাজনৈতিক বৈঠকে দলীয় সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে নেতাকর্মীদের বিভ্রান্ত করছেন। এতে নোয়াখালী-৫ আসনে বিএনপির প্রচার ও সংগঠন কার্যক্রমে শিথিলতা করার ষড়যন্ত্র হিসেবে দেখা দিয়েছে।

তবে আবেদের ঘনিষ্ঠ একটি সূত্র অভিযোগ অস্বীকার করে জানায়,আবেদ কোনো বিভাজন তৈরি করছেন না। প্রকৃতপক্ষে নেতাকর্মীরা তার জনপ্রিয়তা উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে এই অন্যায় আচরণের কারণেই অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, আবেদকে উদ্দেশ্য করে “নেতিবাচক প্রচারণা” চালানো হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতে, নোয়াখালী-৫ আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। এ আসনে মনোনয়নকে কেন্দ্র করে দ্বন্দ্ব জটিল হলে নির্বাচনী মাঠে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বিএনপি স্থানীয় নেতৃবৃন্দরা বলছেন “ইচ্ছাকৃতভাবে সংগঠনকে দুর্বল করার চেষ্টা চালানো”।

স্থানীয় নেতৃবৃন্দের ভাষ্যমতে, দলীয় ঐক্য বজায় রাখতে দ্রুত সমন্বয় না হলে দ্বন্দ্ব আরও বিস্তৃত হতে পারে, যা বিএনপির সাংগঠনিক শক্তিকে দুর্বল করবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: