নিজস্ব প্রতিবেদক-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কবিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক ছাত্রদল নেতা এনামুল হক (২৪) মৃত্যু হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে কবিরহাট বাজারের একটি নির্মীয়মাণ ভবনের তৃতীয় তলায় থাই অ্যালুমিনিয়ামের কাজ করার সময় ১১ হাজার ভোল্টেজ লাইনে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।
নিহত এনামুল হক কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বলি বাড়ির তনু মিয়ার ছেলে এবং ছাত্রদলের ওই ওয়ার্ড শাখার সাবেক সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন বলে জানান নিহতের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন।
তিনি আরও জানান, কাজ করার সময় অসাবধানতাবশত পাশের উচ্চ ভোল্টেজ লাইনের সংস্পর্শে এসে এনামুল গুরুতর দগ্ধ হন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, “পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এনামুলের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত