কোম্পানীগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঐক্য ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত যোগ করতে আত্মপ্রকাশ করেছে ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ। গত ২১ নভেম্বর ২০২৫, বসুরহাটে অনুষ্ঠিত চবিয়ানদের এক মিলনমেলায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হাই সেলিমকে সভাপতি এবং বিজেএমইএর সহ-সভাপতি সাইফ উল্লাহ মানসুরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মিলনমেলায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ড. সাহাব উদ্দিন, আমেরিকা প্রবাসী আহসানুল্লাহ মিন্টু, সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল হাসান, বিশিষ্ট ব্যাংকার ও সোনালী ব্যাংক বসুরহাট শাখার ম্যানেজার আবুল বাশার।
এছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি নুর নবী, সাঈফ উল্লাহ শাহেদ, আবদুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম জীবন, তাজুল ইসলাম হাকিমসহ বহু প্রাক্তন নেতা। সাবেক সেক্রেটারিদের মধ্যে গোলাম আযাদ, হাম্মাদুর রহমান জাবেদ, আবু নাছের, গোলাম রাব্বানী ইমার উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার আশরাফ রিপন, ব্যাংকার তানভীর শুভ, শিক্ষাবিদ ফয়সাল, ইফতেখার রাজু, ফখরুদ্দিন, আলী হোসেন রিংকু, মাইন উদ্দিনসহ প্রায় ৫০ জন সাবেক চবিয়ান।
আয়োজকরা জানান, ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ একটি অরাজনৈতিক, সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হিসেবে পরিচালিত হবে। এখানে কোম্পানীগঞ্জের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, বর্তমান শিক্ষার্থীদের পরামর্শদান এবং উপজেলার শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে কোম্পানীগঞ্জের সাধারণ জনগণও উপকৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত