ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে হকার্স মার্কেটের ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলা ও ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাই

মো:আরিফ হোসেন
নভেম্বর ২১, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

মো:আরিফ হোসেন-
নোয়াখালী খবর:

নোয়াখালীতে এক হকার্স মার্কেট ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলা, অপহরণের চেষ্টা, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং দোকানের কালেকশনের ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী রকি (৩০) নোয়াখালী হকার্স মার্কেটের ১নং মোহাম্মদ করিম রাসেলের মালিকানাধীন “এক্সপোর্ট গ্যালারি” পাইকারি ও খুচরা দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি হকার্স মার্কেটের একজন ক্ষুদ্র ব্যবসায়ীও।

স্থানীয়ভাবে বিবাদীরা পরিচিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন রাতে রকি মোটরসাইকেলযোগে দোকানের কালেকশনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছামাত্রই অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র—রামদা ও চেনি নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে অপহরণের উদ্দেশ্যে একযোগে হামলা চালানো হয়।

ভুক্তভোগী তাদের চিনতে পারলে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে রকির ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তার দুই হাতে ৩টি কোপ এবং দুই পায়ে ২টি কোপ লাগে। পরবর্তীতে হাসপাতালে তার হাতে ৩টি ও পায়ে ২টি সেলাই দেওয়া হয়।

হামলার এক পর্যায়ে মূল অভিযুক্তরা রকির জ্যাকেটের পকেট থেকে দোকানের ১,৩৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি তারা মোটরসাইকেল নেওয়ার চেষ্টাও করে।

অভিযোগে আরও বলা হয়েছে, পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা প্রকাশ্যে হুমকি দেয়—
যেকোনো সময় তাকে অপহরণ করে হত্যা করে লাশ গুম করে ফেলবে।

রকির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর— ৯১৮০/১৮, তারিখ— ২০/১১/২০২৫।

বর্তমানে ভুক্তভোগী রকি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। নিজের জীবন রক্ষায় এবং ঘটনার ন্যায়বিচারের আশায় তিনি থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।

এই বিষয়ে সুধারাম
থানার দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: