মো:আরিফ হোসেন-
নোয়াখালী খবর:
নোয়াখালীতে এক হকার্স মার্কেট ম্যানেজারের ওপর সন্ত্রাসী হামলা, অপহরণের চেষ্টা, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম এবং দোকানের কালেকশনের ১ লাখ ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে বিবাদীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, ভুক্তভোগী রকি (৩০) নোয়াখালী হকার্স মার্কেটের ১নং মোহাম্মদ করিম রাসেলের মালিকানাধীন “এক্সপোর্ট গ্যালারি” পাইকারি ও খুচরা দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি হকার্স মার্কেটের একজন ক্ষুদ্র ব্যবসায়ীও।
স্থানীয়ভাবে বিবাদীরা পরিচিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপহরণকারী চক্রের সদস্য বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিন রাতে রকি মোটরসাইকেলযোগে দোকানের কালেকশনের টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছামাত্রই অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র—রামদা ও চেনি নিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাকে অপহরণের উদ্দেশ্যে একযোগে হামলা চালানো হয়।
ভুক্তভোগী তাদের চিনতে পারলে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে রকির ওপর এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এতে তার দুই হাতে ৩টি কোপ এবং দুই পায়ে ২টি কোপ লাগে। পরবর্তীতে হাসপাতালে তার হাতে ৩টি ও পায়ে ২টি সেলাই দেওয়া হয়।

হামলার এক পর্যায়ে মূল অভিযুক্তরা রকির জ্যাকেটের পকেট থেকে দোকানের ১,৩৫,০০০ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি তারা মোটরসাইকেল নেওয়ার চেষ্টাও করে।
অভিযোগে আরও বলা হয়েছে, পালিয়ে যাওয়ার সময় হামলাকারীরা প্রকাশ্যে হুমকি দেয়—
যেকোনো সময় তাকে অপহরণ করে হত্যা করে লাশ গুম করে ফেলবে।
রকির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে। পরে স্থানীয়রা তাকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর— ৯১৮০/১৮, তারিখ— ২০/১১/২০২৫।
বর্তমানে ভুক্তভোগী রকি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। নিজের জীবন রক্ষায় এবং ঘটনার ন্যায়বিচারের আশায় তিনি থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেছেন।
এই বিষয়ে সুধারাম
থানার দায়িত্বশীল কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি জানান অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

