শাহাদাত হোসেন-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মোহাম্মদ ফখরুল ইসলামকে মনোনয়নের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাফন গায়ে মিছিল’সহ নানা সমালোচনা ও নেতিবাচক প্রচারণা চলছে, যা স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।
দলীয় নেতাকর্মীর দাবি, এসব প্রচারণা “ষড়যন্ত্রমূলক” এবং ফখরুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এসব পোস্টের “বাস্তব ভিত্তি নেই”, বরং এটি একটি “মিডিয়া ট্রায়াল” ও “ব্যক্তিগত ধান্ধাবাজির অংশ”।
সূত্র জানায়, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ফখরুল ইসলামের মনোনয়ন প্রায় চূড়ান্ত, এবং কেন্দ্র থেকে দলীয় প্যাডে ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আনুষ্ঠানিক ঘোষণা করে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনোনয়ন নিয়ে বিভাজন সৃষ্টি না করে নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে মোহাম্মদ ফখরুল ইসলামের ব্যক্তিগত মন্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তিনি “উস্কানিমূলক প্রচারণায় জড়াচ্ছেন না” এবং নির্বাচনী মাঠে কাজ চালিয়ে যাবেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত