কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জায়গা নিয়ে বিরোধের জেরে কুয়েতপ্রবাসী চাচা মো. জয়নাল আবেদীন (৪৮) ভাতিজার হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকালে চরফকিরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরকালী এলাকার মুন্সির দোকানে এ ঘটনা ঘটে।
আহত জয়নাল আবেদীন পরে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বিরোধের সূত্র
এজাহার সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর দেশে ফেরেন জয়নাল। দেশে ফেরার পর ভাই হোসেন আহম্মদের কাছ থেকে কেনা ৪ শতাংশ জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হলেও দলিলপত্র দেখাতে অস্বীকৃতি জানান হোসেন।
ঘটনার দিন সকালে মুন্সির দোকানে গেলে হোসেন আহম্মদ, তার ছেলে সজল (২৭), বেলায়েত হোসেন, রেজাউল হক হেলালসহ আরও ২–৩ জন মিলে জয়নালকে লাঠি–সোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে।
আহতের দাবি, হামলাকারীরা তার কাছে থাকা ২০ হাজার টাকা এবং স্যামসাং এ১৫ মডেলের মোবাইল (মূল্য প্রায় ২০ হাজার টাকা) ছিনিয়ে নেয়।
অভিযুক্তের দাবি
প্রধান অভিযুক্ত সজল অভিযোগ অস্বীকার করে বলেন,
“জায়গা মাপার সময় সে বিদেশে চলে যায়। দেশে ফিরে আবার ঝামেলা শুরু করেছে।”
আইনগত ব্যবস্থা
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মঈনুল ইসলাম জানান,
“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত