শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মুহাম্মদ শফিকুল ইসলাম। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) পূর্বাহ্ণে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মুহাম্মদ শফিকুল ইসলাম বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের একজন দক্ষ, চৌকস ও সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত। দায়িত্ব গ্রহণের আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে প্রশাসনিক ব্যবস্থাপনায় আধুনিকতা, সেবা সহজীকরণ এবং কর্মদক্ষতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনায় ব্যাপক প্রশংসা অর্জন করেন।
বিজ্ঞাপন
টাঙ্গাইল জেলার সন্তান মুহাম্মদ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর নোয়াখালীর সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন,
“ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মানোন্নয়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। এ লক্ষ্য অর্জনে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”
নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণে জেলার রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক সাড়া দেখা গেছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ আশা প্রকাশ করেছেন যে তাঁর নেতৃত্বে নোয়াখালী উন্নয়ন ও সেবায় আরও এগিয়ে যাবে।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত