নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী:
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে চলমান বিরোধের জেরে গাছ কাটাকে কেন্দ্র করে শাহজাহান নামে এক যুবককে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার ন্যায় বিচার ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আহত শাহজাহানের মা সাজেদা বেগম।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকালে নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাজেদা বেগম জানান, তাঁদের সঙ্গে প্রতিপক্ষ একরাম উল্যার দীর্ঘদিনের জমি বিরোধ রয়েছে। বাড়ির প্রবেশপথে থাকা একটি মেহগনি গাছের কারণে রিকশা ঢুকতে না পারায় তাঁর ছেলে শাহজাহান শুক্রবার সকালে গাছটি কেটে দেন। সারাদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বিকালে নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় একরাম উল্যার দুই ছেলে—মামুন ও পলাশ—পেছন থেকে শাহজাহানের ওপর হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা শাহজাহানের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে হাতুড়ি ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা চিৎকার শুনে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ ১০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থার অবনতি হয়েছে।
এ ঘটনায় আহতের ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা নং ২০, তাং ১৬/১১/২৫ দায়ের করেছেন। মামলা করার পর থেকে আসামিপক্ষ তাঁদের পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন সাজেদা বেগম।
তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তার জন্য পুলিশের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আহত শাহজাহানের বোন শাহিনুর, শাহনাজ, সাহিদা, নার্গিস আক্তার, মরিয়ম ইসলাম ও মামলার বাদী শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত