প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আবদুর রহিম- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের অন্যতম ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠমান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক খোকন এর পক্ষ থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এডভোকেট এনামুল হক খোকন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন ও মসফিকুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদার।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কোম্পানীগঞ্জ উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা শাহাজান,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল,চরহাজারী নুর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবদুল হাই,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার ও যুবদল নেতা আবদুল্যাহ আল মামুন সুমন,বিএনপি নেতা কামাল উদ্দিন,চরহাজারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নুর্মিন,সাংবাদিক কামরুল হাসান রুবেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়নসহ স্কুলের সামগ্রিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত