নিজস্ব প্রতিবেদক :নোয়াখালীর খবর-
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষের সমর্থনে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ এবং আসনের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে সোমবার সকাল ১০টার দিকে সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামস্থ বাসভবন থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। পরে জয়নুল আবেদীন ফারুক হুডখোলা গাড়িতে চড়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রাটি ছমিরমুন্সির হাট থেকে শুরু করে বটতলা বাজার, নতুন বাজার, বক্সিরহাট, আইচেরটেক, নবীপুর চৌরাস্তা, নবীপুর বাজার, মজুমদারহাট, সেবারহাট, ভূঁইয়ারদিঘী, কল্যাম্দী বাজার, সেনবাগ রাস্তার মাথা, সেনবাগ পৌর শহর, কাদরা মোড়, সাতবাড়িয়া ফকিরের হাট, গাজীরহাট চৌমোড়, কানকিরহাট ও ছাতারপাইয়া বাজারসহ পুরো আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে।
মোটর শোভাযাত্রায় দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদ উল্ল্যা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইলিয়াস, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুল ও হুমায়ুন কবির, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটন এবং সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল প্রমুখ।
স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি ধানের শীষের পক্ষে শক্তিশালী গণসমর্থনের প্রমাণ রাখে বলে মন্তব্য করেন দলীয় নেতা-কর্মীরা।

