নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী
নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবীরা ব্যানার-ফেস্টুন, পোস্টার এবং স্লোগানে মুখরিত হয়ে নোয়াখালীর শহীদ মাঠে জড়ো হন।

সমাবেশে বক্তারা বলেন,
“দীর্ঘদিন ধরে অবহেলিত নোয়াখালীর উন্নয়ন ত্বরান্বিত করতে আলাদা বিভাগ গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।”
তাদের দাবি, নোয়াখালী বিভাগ গঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও প্রশাসনিক সেবা আরও কার্যকর ও গতিশীল হবে।
বক্তারা আরও জানান, নোয়াখালীর জনমানুষের ন্যায্য দাবির পক্ষে আন্দোলনকে আরও শক্তিশালী করতে মাঠে-ময়দানে সংগঠিত হওয়ার এখনই উপযুক্ত সময়। দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে নোয়াখালী বিভাগ ঘোষণার আহ্বান জানান তারা।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে বিভাগ দাবির পক্ষে সমর্থন জানান।
পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, আর শহীদ মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সভায় উপস্থিত ছিলেন—
ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের সভাপতি জহিরুল ইসলাম, কনটেন্ট ক্রিয়েটর টিম-এফ আই পাবেল, সাংবাদিক সাইফুর রহমান রাসেলসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এই সমাবেশকে নোয়াখালীবাসীর বিভাগ দাবির আন্দোলনে আরও এক বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

