ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর — প্রাইম হসপিটালে ভুল চিকিৎসার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৬, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক |
নোয়াখালীর খবর
নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালে হাতের অস্ত্রোপচারের সময় রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। রবিবার দুপুরে নিহতের ছেলে মো. রাজন হোসেন এ অভিযোগ সাংবাদিকদের জানান।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের সর্দার বাড়ির শামছুল হুদার স্ত্রী রাবেয়া বেগম দুই মাস আগে নিজ বাড়ির উঠানে পড়ে বাম হাতের কব্জির ওপরে ভেঙে যান। স্থানীয় এক চিকিৎসকের প্লাস্টার খোলার পর দেখা যায় হাড় জোড়া লাগেনি। এরপর মাইজদী প্রাইম হসপিটালের চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম ৭৫ হাজার টাকায় অস্ত্রোপচারের মাধ্যমে পাত বসানোর পরামর্শ দেন।

পরিকল্পনা অনুযায়ী শনিবার সন্ধ্যায় রাবেয়াকে হাসপাতালে নেওয়া হয়। একই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং অ্যানেসথেসিয়ান গোলাম হায়দার তাকে অজ্ঞান করেন। অভিযোগ অনুযায়ী, এরপর আর তার জ্ঞান ফেরেনি।

রাজনের অভিযোগ—
“মাকে অজ্ঞান করার এক ঘণ্টা পর আইসিইউতে নেওয়া হয়। তারপর নানা তালবাহানা করে রাত সাড়ে ৩টায় জানায় মা মারা গেছেন। আসলে অজ্ঞান করার কিছু পরই তিনি মারা যান। সকালে আবার বলে অপারেশন-আইসিইউ-অ্যাম্বুলেন্সের খরচ লাগবে না—মরদেহ নিয়ে যান। কখনো বলে হাই প্রেসারে হয়েছে, আবার বলে লো প্রেসার।”

তিনি আরও জানান, রোববার সকালে তার বড় ভাই ও জেঠা হাসপাতালে গিয়ে সমঝোতা করে মরদেহ নিয়ে যান। সেই সমঝোতার বিষয়টি তিনিও জানেন না।

এ বিষয়ে জানতে চাইলে প্রাইম হসপিটালের সিনিয়র এজিএম শিপন শাহ ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে বলেন—
“অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। স্বজনদের বলা হয়েছে মামলা করতে চাইলে করতে পারেন।”

নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন,
“এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্বজনরা সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: