শাহাদাত হোসেন
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালী-৫ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠেছে। পুরো নির্বাচনী এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম। মনোনয়ন ঘোষণার পর তিনি কবিরহাট উপজেলার অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা ও মিছিলের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান।
গণসংযোগকালে ফখরুল ইসলাম বলেন—
“কবিরহাট উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।”
তিনি আরও বলেন,
“আল্লাহর পর আমি কৃতজ্ঞ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এই মনোনয়ন শুধু আমার নয়—এটি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের জনগণের। আমাদের সবার দায়িত্ব জিয়াউর রহমানের আদর্শকে ধারণ ও লালন করা।”
ফখরুল ইসলাম তার নির্বাচনী এলাকায় পথসভা, গণসংযোগ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। তার আগমনে স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন।
তিনি বলেন,
“জয়-পরাজয় জনগণের হাতে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
নোয়াখালী-৫ আসনের রাজনীতিতে বিএনপির এই নতুন উদ্যমে নির্বাচনী মাঠে এখন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

