হিমেল আহাম্মেদ-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে হাসপাতাল গেট থেকে শুরু হওয়া র্যালিটি বসুরহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মিলিত হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও শহীদ জিয়ার ছবি সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে “লও লও লও সালাম, জিয়ার সৈনিক এক হও” স্লোগান দেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক আবু তোহা, উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শহীদ জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক এবং দেশের আত্মনির্ভরতার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকটকালেও জিয়ার আদর্শই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রেরণার উৎস।
বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। পরে শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

