শাহাদাত হোসেন-
ডিজিটাল ডেস্ক-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে যারা মনোনয়ন পাননি, তারা যেন দলীয় সিদ্ধান্ত মেনে নেন। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, “প্রতিপক্ষ যেন কোনোভাবেই বিএনপির অভ্যন্তরীণ বিরোধের সুযোগ নিতে না পারে।”
গত রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানাবে এবং পরবর্তীতে নির্বাচন কমিশন যথাসময়ে তফসিল ঘোষণা করবে। গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করছে।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি সংসদীয় আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী থাকায় সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। বিরোধীদের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল ও নেতাদের সমর্থন জানানো হয়েছে। এই বাস্তবতায় অনেকেই মনোনয়ন থেকে বঞ্চিত হতে পারেন।
তারেক রহমান বলেন, “দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতা মেনে নিন। দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। চারপাশে গুপ্ত স্বৈরাচার ওৎ পেতে আছে—তারা যেন কোনোভাবেই বিভেদের সুযোগ না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত