আবদুর রহিম,নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম তার সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দেওয়া অরাজনৈতিক বক্তব্যের অংশটি প্রত্যাহার করে নিয়েছেন।
শনিবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন,
সংবাদ সম্মেলনে দেওয়া আমার অরাজনৈতিক বক্তব্যের অংশটুকু প্রত্যাহার করে নিলাম। আমার কথায় কেউ মনোকষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এ বিষয়ে নোয়াখালী খবর কে দেওয়া এক প্রতিক্রিয়ায় ফখরুল ইসলাম বলেন,
আমি দলের কিছু নেতাদের নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি কিছু মনোনয়ন বঞ্চিত ব্যক্তি আমার বিরুদ্ধে একটি গোষ্ঠীকে উস্কে দিয়ে আন্দোলনের চেষ্টা করছে—আমি তার তীব্র নিন্দা জানাই।
উল্লেখ্য, গত শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় বসুরহাটের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানাতে গিয়ে দলের কয়েকজন কেন্দ্রীয় নেতার বিষয়ে মন্তব্য করেছিলেন।
পরবর্তীতে তিনি সেই বক্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করে তা প্রত্যাহার করেন।
দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিএনপি সমর্থকরা তার এই অবস্থানকে দায়িত্বশীল ও পরিপক্ব রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

