🖋️ শাহাদাত হোসেন
নোয়াখালী খবর-
ডিজিটাল ডেস্ক:
সকল ভেদাভেদ ও মতপার্থক্য ভুলে এক মঞ্চে দাঁড়িয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে— নেতাকর্মীরা এক কাতারে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
গত সোমবার (৩ নভেম্বর) বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয় যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেট্রো হোমসের চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম।
মনোনয়ন পাওয়ার পর থেকেই ফখরুল ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামছেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ঘিরে উৎসাহ, সংহতি ও প্রতিজ্ঞার বার্তা ছড়িয়ে পড়েছে।
নেতাকর্মীদের ভাষ্য—
“আমাদের সকল রাগ, প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে এক কাতারে থাকতে হবে। দলের সিদ্ধান্ত মেনে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

সাবেক ছাত্রদল নেতা বর্তমান যুবদল নেতা আজিজ আজমীর বলেন 
“দীর্ঘ আন্দোলন ও ত্যাগের ফসল যেন কোনো অশুভ শক্তি বাধাগ্রস্ত করতে না পারে— সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে মোহাম্মদ ফখরুল ইসলামকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে কোম্পানীগঞ্জ বিএনপি।
নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন—
“আল্লাহ আমাদের ধৈর্য, সাহস ও শক্তি দান করুন, যাতে আমরা দলের আদর্শ বাস্তবায়নে সফল হতে পারি।”

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত