এম,এ রহিম- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে অননুমোদিতভাবে বালু ব্যবসা পরিচালনার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযান চলাকালে নদীতীর ভাঙন ও সড়কের ক্ষতির কারণ হয়ে দাঁড়ানো অবৈধ বালু ব্যবসার প্রমাণ মেলে। এসময় বালু ব্যবসায় জড়িত শাহ আলম (৩২) ও দিদার (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম জানান, অননুমোদিত ও পরিবেশ ও সড়কের জন্য ক্ষতিকর বালু ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত