নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
নোয়াখালীর কবিরহাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন—
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশাচালক শাহ আলম,

চরকাকড়া টেকের বাজার এলাকার সুমন,

নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান (২৫),

ছাত্রী ইসরাত জাহান (২১),
এবং যাত্রী বিবি কুলসুম ও জান্নাত।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিকেল ৩টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
📍 স্থান: আলিয়া মাদ্রাসা, কবিরহাট, নোয়াখালী
🕒 সময়: মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টা
🚨 নিহত: ৬ জন
🚓 অবস্থা: ট্রাক আটক, চালক পলাতক
নারী দের ছবি এবং বিস্তারিত জানা সম্ভব হয়নি।

