
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
আজ শুক্রবার, ৩১ অক্টোবর ,বিকাল ৪টা নোয়াখালী জেলার কোম্পানিগন্জ উপজেলার
ওয়াবদা অফিস সংলগ্ন, ইসলামিয়া মার্কেট বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে “হাদীছ ফাউন্ডেশন পাঠাগার” এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“সকল বিধান বাতিল কর, অহি’র বিধান কায়েম কর”— এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আহলেহাদীছ অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ড. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন, সম্পাদক, মাসিক আত-তাহরীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আহমাদ আবদুল্লাহ ছাকিব, চেয়ারম্যান, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এবং ডা. শওকত হাসান, কেন্দ্রীয় সভাপতি, আহলেহাদীছ পেশাজীবি ফোরাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব শহিদুল ইসলাম সজিব, এবং সঞ্চালনা করেন জনাব জাহিদুল ইসলাম, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ।
Like this:
Like Loading...
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।