শাহাদাত হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালী খবর ডিজিটাল ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, নোয়াখালীর বিএনপির নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স,মেট্রো হোমসের চেয়ারম্যান, নোয়াখালী-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ফখরুল ইসলাম।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বসুরহাট মেট্রো ভবনে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা সঞ্চালন করেন,যুবদল নেতা আজিজুল হক রাজু, এবং সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, নোয়াখালী -৫ (কোম্পানীগঞ্জ- কবিরহাট)সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও চাপরাশিহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার, বিএনপি নেতা আবু তোহা, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য একরামুল হক মিলন।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সিরাজপুর, চরকাঁকড়া, মুসাপুর,চরহাজারি,বামনি, চরপার্বতী ইউনিয়নে ওয়ার্ড,এবং বিভিন্ন গ্রামের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেন, এবং তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় আলহাজ্ব ফখরুল ইসলাম বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও জনগণের ক্ষমতায়নের রাষ্ট্র গঠনের জাতীয় অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছিলেন, সেই আদর্শেই তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি।”
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, নাছের মেম্বার, চরফকিরা যুবদল নেতা শিহাব উদ্দিন রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মী, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

