কোম্পানিগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌর মার্কেট সংলগ্ন এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানের পিছনের টিন কেটে ও তাকের বোর্ড ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও দামি মেশিনারি পার্টস চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. জাফর উদ্দিন (৩৫), পিতা- রুহুল আমিন, মাতা- মৃত আলেয়া বেগম, সাং- সিরাজপুর ৬নং ওয়ার্ড (জানুর পিতার বাড়ি), থানা- কোম্পানীগঞ্জ, জেলা- নোয়াখালী, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি তার দোকান ‘আজাদ মেশিনারিজ’ বন্ধ করে বাড়ি যান। পরে দুপুর ৩টার দিকে দোকানে ফিরে এসে দেখেন দোকানের চারটি সাটার ভিতর থেকে বন্ধ। একটি সাটার ভেঙে দোকানে প্রবেশ করলে দেখতে পান ভেতরের মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, দোকানের চালের টিন কেটে ও কাঠের তাকের বোর্ড কেটে অজ্ঞাতনামা চোরেরা দোকানে প্রবেশ করে। এ সময় তারা দোকানে থাকা বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ও মেশিনারি পার্টস (মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা) এবং ক্যাশবক্সে থাকা নগদ ৭৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাজার কমিটি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে তিনি অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে চুরি যাওয়া টাকা ও মালামাল উদ্ধারের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
সাক্ষী হিসেবে শুভ মল্লিক, নুর আলম শিপন ও মাহমুদুল হকসহ স্থানীয় আরও অনেকে ঘটনার বিষয়ে অবগত আছেন বলে উল্লেখ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযো করলে তিনি জানান অভিযোগ গ্রহণ
করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে তদন্ত চলমান।

