ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠার ১৭ বছর পর নোয়াখালী মেডিকেল কলেজে ছাত্রদলের কমিটি

হিমেল আহাম্মেদ
অক্টোবর ৩০, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ণ
Link Copied!

হিমেল আহাম্মেদ-
নোয়াখালীর খবর-

প্রতিষ্ঠার ১৭ বছর পর অবশেষে নোয়াখালী মেডিকেল কলেজে কমিটি গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। নবগঠিত ১০ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্বাস মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সামিউল হক।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (২৫ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সুমাইয়া জেমি ও মো. ফয়সাল হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ বিন হাবীব চৌধুরী। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক আহনাফ আমির জাওয়াদ ও আবদুর রহমান জিসান, সাংগঠনিক সম্পাদক ইরফান মিসবাহ, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাহিদুল আলম এবং প্রচার সম্পাদক হয়েছেন আরফানুল হক।

কেন্দ্রীয় ছাত্রদল নতুন কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।

দীর্ঘদিন পর সংগঠন ফিরে পাওয়ায় ক্যাম্পাসে স্বস্তি ও উচ্ছ্বাসে ভরপুর ছাত্রদল নেতাকর্মীরা। তারা বলছেন, নতুন এই কমিটি নোয়াখালী মেডিকেল কলেজে গণতান্ত্রিক চর্চার নতুন অধ্যায় সূচনা করবে।

নবনির্বাচিত সভাপতি বিশ্বাস মো. মেহেদী হাসান বলেন,

“আমাদের মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে—এটা আমাদের জন্য সত্যিই ঐতিহাসিক মুহূর্ত। আমরা আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের অধিকার আদায় ও গণতান্ত্রিক চেতনা বিকাশে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

সাধারণ সম্পাদক মো. সামিউল হক বলেন,

“আমাদের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে সংগঠনকে আরও স্বচ্ছ, সংগঠিত ও কার্যকরভাবে পরিচালনা করতে বদ্ধপরিকর।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: