ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার লুট

হাতিয়া প্রতিনিধি.
অক্টোবর ২৮, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

মেয়ের চিৎকারে টের পেয়ে অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চেতনানাশক ছিটিয়ে একটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর রাতে উপজেলার চরকিং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পরিবার জানায়, হাতিয়া সুপার মার্কেটের ব্যবসায়ী ইনসাফ বস্ত্র বিতানের মালিক কামরুল ইসলামের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা ঘরের জানালার টিন খুলে প্রবেশ করে। পরে তারা শয়ন কক্ষে চেতনানাশক ছিটিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ২ লাখ টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদ লুট করে নেয়।

ব্যবসায়ী কামরুল ইসলাম জানান, “আমি অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে মধ্যরাতে ফিরে এসে ঘুমিয়ে পড়ি। ফজরের নামাজের আগে মেয়ের চিৎকার শুনে উঠে দেখি ঘর তছনছ। স্ত্রী ও ছেলেসহ সবাই অজ্ঞান হয়ে আছে। স্ত্রীর ৯ ভরি স্বর্ণ, নগদ টাকা, মোবাইলসহ সব মূল্যবান জিনিসপত্র লুট হয়েছে। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সাহায্য করেন, তখন চোরেরা পালিয়ে যায়।”

চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, “এ ধরনের লুটের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।”

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: