কোম্পানিগন্জ প্রতিনিধি ||
নোয়াখালীর খবর-
জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন শনিবার (২৫ অক্টোবর) সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন। সহ-সভাপতি পদে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন টিপু এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. জাহিদুর রহমান রাজন।
এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন—
১নং ওয়ার্ডে মো. আবুল খায়ের,
২নং ওয়ার্ডে জামাল উদ্দিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
৩নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন,
৪নং ওয়ার্ডে গোলাম ছারওয়ার,
৫নং ওয়ার্ডে মো. ফখরুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়),
৬নং ওয়ার্ডে মো. মোস্তফা সোহাগ,
৭নং ওয়ার্ডে আবদুল্লাহ আল মামুন,
৮নং ওয়ার্ডে নুর উদ্দিন,
এবং ৯নং ওয়ার্ডে মহিবুল হক নাহিদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার সোহরব হোসেন, চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাশার ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আবু তোয়া।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত