ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জীবনযাপন
  14. ঢাকা
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
অক্টোবর ২৫, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর খবর-

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দ। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে নোয়াখালীকে আলাদা বিভাগ ঘোষণার যৌক্তিকতা, সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বৃহত্তর নোয়াখালীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিক প্রেক্ষাপটসহ জাতীয় অর্থনীতিতে অঞ্চলের অবদান তুলে ধরেন আন্দোলনের নেতারা। তারা বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের স্বার্থে নোয়াখালীকে একটি পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে ঘোষণা করা সময়ের দাবি।

কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং নোয়াখালী বিভাগ গঠনের দাবিতে নীতিগত ঐকমত্য প্রকাশ করেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই সনদে উল্লিখিত ৬৮ নম্বর ক্রমিকের অধীনে বিভাগ বাস্তবায়নের আগে সরকার যেন সংশ্লিষ্ট জেলাগুলোর জনগণের মতামত নিতে গণশুনানি আয়োজন করে—সে বিষয়ে শিগগিরই সরকারকে লিখিত সুপারিশ পাঠানো হবে।

সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইফতেখারুজ্জামান, সদস্য মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার।

অন্যদিকে, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে সাবেক সচিব ও আন্দোলনের আহ্বায়ক কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, সমন্বয়কারী খুরশীদ আলম, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠক শেষে উভয় পক্ষ নোয়াখালী বিভাগ বাস্তবায়নে অগ্রগতি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: