শাহদাত হোসেন-
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারে গভীর রাতে দোকান দখলের চেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বসুরহাট বাজারের আজমেরি হোটেলের সামনে রশিদিয়া লাইব্রেরীর জায়গায় এই ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ফেনীর সাইফুল নামে এক ব্যক্তি ৭-৮ জন সন্ত্রাসী নিয়ে মাষ্টার আব্দুস সোবহানের ৫৪ বছরের মালিকানাধীন জায়গায় বালু ফেলে দোকান দখলের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা টের পেয়ে বাধা দিলে তারা পালিয়ে যায়।
সম্পত্তির মালিক মো. শরীয়ত ইল্যাহ বলেন,

“আমরা ১৯৭০ সালে ওবায়দুল হকের নিকট থেকে ০.৩৪ শতক জমি ক্রয় করি এবং তখন থেকেই বৈধ মালিকানা ভোগ করে আসছি। ২০০২ সালে (নোয়াখালী-এ ১১৯/২০০২) মামলায় আদালত আমাদের পক্ষে রায় দেন। গতরাতে সাইফুল কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে দোকান ভাঙচুর ও লুটপাট চালায় এবং দোকানের সামনে বালু ফেলে রাখে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় আছি এবং থানায় অভিযোগ করেছি।”
ভাড়াটিয়া রশিদিয়া লাইব্রেরীর মালিক আবদুস সাত্তার বলেন,
“সাইফুল ও তার দল দোকানের সার্টার ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ দুই লাখ টাকা, মালামাল লুট করে এবং কুরআন শরীফ ও হাদীসের বই মাটিতে ছড়িয়ে ছিন্নভিন্ন করে ফেলে। এটা শুধু সম্পত্তি দখল নয়, ধর্মীয় অবমাননাও।”
এ ঘটনায় বসুরহাট বাজারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ফেনীর সাইফুলের নেতৃত্বে রাতের আঁধারে এ ধরনের দখলচেষ্টা বাজারের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
📍 স্থান: বসুরহাট বাজার, কোম্পানীগঞ্জ, নোয়াখালী
🕐 সময়: শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাত


