নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এটি বসুরহাট বাজারের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থানীয় নির্বাচন, যা বাজারের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করবে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসুরহাট পৌরসভা মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ব্যবসায়ী ভোটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে।
বসুরহাট ব্যবসায়ী সমিতির ১২টি পদে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সভাপতি পদে আব্দুল মতিন লিটন ও সাধারণ সম্পাদক পদে জাহিদুর রহমান রাজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একইভাবে ৩টি ওয়ার্ডের পরিচালক পদেও প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদ হলো সহ-সভাপতি পদ। এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী —
জামাল উদ্দিন টিপু (উড়োজাহাজ প্রতীক)
দলিল লিখক জাকের হোসেন (আমিন) (দেয়াল ঘড়ি প্রতীক)
নুর হোসেন রতন (রিকশা প্রতীক)
নির্বাচন কমিশনার আবু তোয়াহা জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে এবং এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বসুরহাট ব্যবসায়ী সমিতির সদস্যরা আশা করছেন, নির্বাচিত নেতৃত্ব বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই নির্বাচনকে স্থানীয় ব্যবসায়ীরা গণতান্ত্রিক চর্চার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে দেখছেন, যা বসুরহাট বাজারের ব্যবসায়িক পরিবেশ ও ভবিষ্যৎ দিকনির্দেশনায় প্রভাব ফেলবে।


