নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের মনির উদ্দিন মিয়াজি জামে মসজিদের উদ্যোগে টানা ৪০ দিন মসজিদে জামায়াতে নামাজ আদায়কারী তরুণদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) মসজিদ মাঠে স্থানীয় তরুণদের ধর্মীয় অনুশীলন ও ভালো অভ্যাস গড়ে তুলতে উৎসাহ প্রদানমূলক এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্যোগটি বাস্তবায়নে অর্থায়ন করেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা নুরুল হক হাদি (হক সাব)।
অনুষ্ঠানে চাপরাশিরহাট ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত