নোয়াখালী- প্রতিবেদক:
নোয়াখালীর খবর-
নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক বাস সুপারভাইজারকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাহাব। তিনি দীর্ঘদিন ধরে ‘বাঁধন পরিবহন’-এর সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। এ সুযোগে তার সঙ্গে স্থানীয় মাদক পাচার চক্রের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে তিনি সরাসরি মাদক পাচার কার্যক্রমে যুক্ত হন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাহাব চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের হাতে পৌঁছে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন,
“গোপন তথ্যে জানা যায়, যাত্রীবাহী বাসের আড়ালে ইয়াবা পাচার চলছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া সুপারভাইজার জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”
এ ঘটনায় নোয়াখালীর সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


