বেগমগন্জ প্রতিনিধি:
নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে বেগমগঞ্জ মডেল থানা এলাকায় ৯৪ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের হাজীপুর মহাজন বাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. ইয়াছিন আরাফাত (২২)। তিনি মৃত জসিম উদ্দিনের পুত্র ও শাহিনুর আক্তার রেখার সন্তান। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯নং ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মহাজন বাড়িতে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীর সদস্যরা জানতে পারেন যে ঐ এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি জানার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ডিবি পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এর তত্ত্বাবধানে এবং পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে ইয়াছিন আরাফাতকে ঘটনাস্থল থেকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগী আরমান হোসেন (২৫) পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
পরে গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাতের স্বীকারোক্তিতে তার বাড়ির পাশের ডোবায় বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় আরও ৮৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সর্বমোট ৯৪ (চুরানব্বই) বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইয়াছিন এবং পলাতক আরমান দুজনেই পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


