কোম্পানিগন্জ প্রতিনিধি ॥
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ও মুছাপুর ইউনিয়নের ডাকাতিয়া ও ছোট ফেনী নদীতে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে দুটি ট্রলার, এক লাখ মিটার অবৈধ জাল, ১০ কেজি ইলিশ মাছসহ ১২ জন জেলেকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত জেলেদের মধ্যে ১০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় দুই কিশোরকে মুসলেকা নিয়ে দণ্ড মকুব করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত