কোম্পানিগন্জ প্রতিনিধি:
নোয়াখালীর খবর-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর এলাকায় বালুবাহী বলগেট উদ্ধারকাজে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে একটি বালুবাহী বলগেট নদীতে ডুবে যায়। বুধবার (২২ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় সেটি উদ্ধার করার জন্য শ্রমিকরা কাজ শুরু করেন। উদ্ধারকাজ চলাকালে হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে গেলে শ্রমিকরা মারাত্মকভাবে আহত হন।
আহতদের মধ্যে একজনের নাম রাসেল (২৫), তার বাড়ি বাগেরহাট জেলার মংলা উপজেলায়। অপরজন সোহেল (৩৫), তিনি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভৈরব চৌধুরী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় রাসেলের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়, যা নদীতে নিখোঁজ রয়েছে। সোহেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তাদেরকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা কমপ্লেক্সের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


