নিষেধাজ্ঞা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মা ইলিশ ধরার অপরাধে ৪৬ জন জেলেকে আটক করেছে জেলা মৎস্য বিভাগ। এসময় পাঁচটি ট্রলার ও প্রায় দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়।
সোমবার (২০ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে নৌ–পুলিশের একটি দল।
মঙ্গলবার দুপুরে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে আটক জেলেদের মধ্যে ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৪১ জনকে দুই হাজার টাকা করে জরিমানা করেন।
অভিযানে জব্দ করা প্রায় দুই টন ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন—
“ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে মা ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, ইলিশ প্রজনন রক্ষায় প্রতিবছরের মতো এবারও সরকার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ইলিশ ধরা, পরিবহন, বিক্রি ও মজুদে নিষেধাজ্ঞা জারি করেছে।
সূত্র: হাতিয়া উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ
সম্পাদক হিমেল আহাম্মেদ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত